জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত নোটন মুখার্জি, মন্তেশ্বর ব্লকের দেনুরগ্রাম পঞ্চায়েতের পাতুন গ্রামের বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে, দিন দশেক আগে পাতুন গ্রামের স্বপন মুখার্জির বাড়ি থেকে মোবাইল, বাসনপত্র সহ বেশ কিছু সামগ্রী চুরি যাওয়ার লিখিত অভিযোগ জানিয়েছিলেন মন্তেশ্বর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মন্তেশ্বর থানার পুলিশ চুরির ঘটনায় নোটনের জড়িত থাকার প্রমাণ পায়। পুলিশ জানাই তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে মোবাইল ও কিছু বাসনপত্র উদ্ধার হয়েছে। ধৃতকে শনিবার কালনা আদালতে পেশ করেন মন্তেশ্বর থানার পুলিশ।
No comments:
Post a Comment