March 18, 2024

বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার বিলি



টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই পবিত্র রমজান মাসে বাড়াল, হাটকান্ডা এবং বনগ্রামের প্রায় ১০০ জন গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হল ২০ দিনের ইফতার। দুঃস্থ ও বয়স্ক রোজাদারদের হাতে তুলে দেওয়া হল ছাতু, ছোলা, চিনি, বেসন, তেল, সুজি, খেজুর, বিস্কুট ও গ্লুকোজ। গ্রামবাসীরা জানায়, তারা এই উপহার পেয়ে ভীষণ খুশি।

সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, প্রত্যেক রমজান মাসেই আমরা দুঃস্থ, বয়স্ক রোজাদারদের হাতে এমন উপহার তুলে দিয়েই থাকি। উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ওয়াসেফ আলি, ঐন্দ্রিলা সাধুখাঁ, চৈতালি ঘোষ প্রমুখরা।

No comments:

Post a Comment