March 18, 2024

নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল মন্তেশ্বর পুলিশ



 জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েত এলাকার নিখোঁজ এক নাবালিকাকে হুগলির  খানাকুল থেকে ২৪ ঘন্টা মধ্যে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সৌমেন পরামানিক হুগলি জেলার  খানাকুলের বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, গত একদিন আগে নাবালিকার পরিবারের পক্ষ থেকে তাদের মেয়ের নিখোঁজের অভিযোগ জমা পড়ে মন্তেশ্বর থানায়। বিভিন্ন সূত্র ধরে ওই যুবকের সাথে নাবালিকার পরিচয় সন্ধান মেলে। যুবকের মোবাইল লোকেশন সূত্র ধরে হুগলি জেলার খানাকুল এলাকায় তার থাকার সন্ধান পাওয়া যায়। শনিবার সন্ধ্যায় হুগলির খানাকুল এলাকায় ওই যুবকের বাড়ি থেকে  খানাকুল থানার পুলিশের সহযোগিতায় ওই নাবালিকাকে উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ এবং গ্রেফতার করা হয় ওই যুবককে। রবিবার ধৃত যুবক ও নাবালিকাকে কালনা আদালতে পাঠায় পুলিশ।

No comments:

Post a Comment